দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSunday , 20 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

‘স্বাধীনতার পক্ষ বা বিপক্ষকে অস্ত্র বানিয়ে আমরা বিভেদ তৈরি করতে চাই না’

বার্তা কক্ষ
July 20, 2025 10:32 pm
Link Copied!

স্বাধীনতার পক্ষ বা বিপক্ষকে অস্ত্র বানিয়ে আমরা বিভেদ তৈরি করতে চাই না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। রোববার (২০ জুলাই) ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল: অভ্যুত্থানের অজানা অধ্যায়’ বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতার পক্ষ বা বিপক্ষকে অস্ত্র বানিয়ে আমরা বিভেদ তৈরি করতে চাই না। আমরা যারা সাংবিধানিক সংস্কার, ফ্যাসিস্টদের বিচার চাই, তারা সবাই গণ ঐক্য হতে হবে। সবার আগে বাংলাদেশ বিনির্মাণে আমাদের ঐক্যবদ্ধ চেতনা তৈরি করতে হবে।

সালাহউদ্দিন বলেন, শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে সুশৃঙ্খল বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে। আমাদের বন্ধু থাকবে বিদেশে। কোনো প্রভু থাকবে না। সার্বভৌমত্ব প্রশ্নে সবাইকে এক থাকতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে বাংলাদেশে, আর টিকে আছে দিল্লীতে। আওয়ামী লীগ বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি। আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক সংস্কৃতি যেন প্রতিষ্ঠা না পায় তেমন বাংলাদেশ গড়ে তুলতে হবে।