স্বাধীনতার পক্ষ বা বিপক্ষকে অস্ত্র বানিয়ে আমরা বিভেদ তৈরি করতে চাই না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। রোববার (২০ জুলাই) ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল: অভ্যুত্থানের অজানা অধ্যায়' বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতার পক্ষ বা বিপক্ষকে অস্ত্র বানিয়ে আমরা বিভেদ তৈরি করতে চাই না। আমরা যারা সাংবিধানিক সংস্কার, ফ্যাসিস্টদের বিচার চাই, তারা সবাই গণ ঐক্য হতে হবে। সবার আগে বাংলাদেশ বিনির্মাণে আমাদের ঐক্যবদ্ধ চেতনা তৈরি করতে হবে।
সালাহউদ্দিন বলেন, শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে সুশৃঙ্খল বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে। আমাদের বন্ধু থাকবে বিদেশে। কোনো প্রভু থাকবে না। সার্বভৌমত্ব প্রশ্নে সবাইকে এক থাকতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে বাংলাদেশে, আর টিকে আছে দিল্লীতে। আওয়ামী লীগ বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি। আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক সংস্কৃতি যেন প্রতিষ্ঠা না পায় তেমন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.