দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSaturday , 26 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের দিয়ে পরীক্ষার খাতার বৃত্ত ভরাট: ৮ পরীক্ষককে আজীবনের জন্য বহিষ্কার

বার্তা কক্ষ
July 26, 2025 2:49 pm
Link Copied!

২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে আটজন পরীক্ষককে আজীবনের জন্য পাবলিক পরীক্ষার সব কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বোর্ড সূত্র জানায়, পরীক্ষাকালীন ওই পরীক্ষকরা শিক্ষার্থীদের দিয়ে ওএমআর শিটে বৃত্ত ভরাট করান, যা পরীক্ষার নীতিমালার পরিপন্থী। এই অনিয়মের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা বোর্ড কর্তৃপক্ষের নজরে আসে।

পরবর্তীতে অভিযুক্তদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। জবাবে তারা সবাই দায় স্বীকার করে লিখিতভাবে ক্ষমা চান। তদন্তেও অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় বোর্ড।

শাস্তিপ্রাপ্ত শিক্ষকেরা হলেন—

  • মহসীন আলামীন, সহকারী শিক্ষক (উচ্চতর গণিত), সেন্ট যোসেফস হাই স্কুল অ্যান্ড কলেজ, সাভার
  • সাখাওয়াত হোসাইন আকন, সহকারী শিক্ষক (ইসলাম ও নৈতিক শিক্ষা), যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  • আবু বকর সিদ্দিক, সহকারী প্রধান শিক্ষক, মুন্সীনগর উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ
  • আলেকজান্ডার মিয়া, সহকারী শিক্ষক (গণিত), সুল্লা আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়, বাসাইল, টাঙ্গাইল
  • মধুছন্দা লিপি, প্রভাষক (বাংলা), বারৈচা কলেজ, বেলাব, নরসিংদী
  • মুরছানা আক্তার, প্রভাষক, রোকেয়া আহসান কলেজ, ডেমরা
  • জাকির হোসাইন, প্রভাষক, হাজী ইউনুছ আলী কলেজ, সাভার
  • রাকিবুল হাসান, প্রভাষক, ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল অ্যান্ড কলেজ, কালিয়াকৈর, গাজীপুর

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, পাবলিক পরীক্ষার মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে এমন দায়িত্বহীন আচরণকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করে তাদেরকে আজীবনের জন্য পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে, অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ করা হয়েছে।