২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে আটজন পরীক্ষককে আজীবনের জন্য পাবলিক পরীক্ষার সব কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
বোর্ড সূত্র জানায়, পরীক্ষাকালীন ওই পরীক্ষকরা শিক্ষার্থীদের দিয়ে ওএমআর শিটে বৃত্ত ভরাট করান, যা পরীক্ষার নীতিমালার পরিপন্থী। এই অনিয়মের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা বোর্ড কর্তৃপক্ষের নজরে আসে।
পরবর্তীতে অভিযুক্তদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। জবাবে তারা সবাই দায় স্বীকার করে লিখিতভাবে ক্ষমা চান। তদন্তেও অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় বোর্ড।
বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, পাবলিক পরীক্ষার মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে এমন দায়িত্বহীন আচরণকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করে তাদেরকে আজীবনের জন্য পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে, অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.