দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাWednesday , 18 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

‘তাণ্ডব’ পাইরেসির মূলহোতা পুলিশের জালে

বার্তা কক্ষ
June 18, 2025 1:26 pm
Link Copied!

নোয়াখালী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
 
এতে বলা হয়েছে, পাইরেসি করে বিভিন্ন মাধ্যমে ‘তাণ্ডব’ সিনেমার এইচডি কপি সম্প্রচারের অভিযোগে প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া (শাহরিয়ার শাকিল) টিপু সুলতানসহ আরও কয়েকজনের নামে ঢাকার বনানী থানায় মামলা করেন।
 
আজ বিকেলে জেলা ডিবি পুলিশ জানতে পারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানার মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি টিপু সুলতান নোয়াখালী পৌরসভার মোহাম্মদিয়া হোটেলের পাশে অবস্থান করছেন। পরে নোয়াখালী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ্-আল-ফারুকের নির্দেশে জেলা ডিবির ওসি মোহাম্মদ আশরাফ উদ্দিনের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় আসামি টিপুকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতার যুবকের বিরুদ্ধে ডিএমপি ঢাকার বনানী থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
 
রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমাটি এবারের ঈদুল আজহায় মুক্তি পায়। এতে অভিনয় করেছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসান, আফরান নিশো ও সিয়াম আহমেদসহ আরও অনেকে।