প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৫, ১:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৮, ২০২৫, ১:২৬ পি.এম
‘তাণ্ডব’ পাইরেসির মূলহোতা পুলিশের জালে

মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৫টার দিকে নোয়াখালী পৌরসভার মোহাম্মদিয়া হোটেলের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার টিপু নোয়াখালীর বেগমগঞ্জ থানার কালিকাপুর গ্রামের ভলিলুর রহমানের ছেলে।
নোয়াখালী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, পাইরেসি করে বিভিন্ন মাধ্যমে ‘তাণ্ডব’ সিনেমার এইচডি কপি সম্প্রচারের অভিযোগে প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া (শাহরিয়ার শাকিল) টিপু সুলতানসহ আরও কয়েকজনের নামে ঢাকার বনানী থানায় মামলা করেন।
আজ বিকেলে জেলা ডিবি পুলিশ জানতে পারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানার মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি টিপু সুলতান নোয়াখালী পৌরসভার মোহাম্মদিয়া হোটেলের পাশে অবস্থান করছেন। পরে নোয়াখালী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ্-আল-ফারুকের নির্দেশে জেলা ডিবির ওসি মোহাম্মদ আশরাফ উদ্দিনের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় আসামি টিপুকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার যুবকের বিরুদ্ধে ডিএমপি ঢাকার বনানী থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমাটি এবারের ঈদুল আজহায় মুক্তি পায়। এতে অভিনয় করেছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসান, আফরান নিশো ও সিয়াম আহমেদসহ আরও অনেকে।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.