দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাWednesday , 22 October 2025
  1. Blog
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি আগামীকাল

বার্তা কক্ষ
October 22, 2025 2:59 pm
Link Copied!

দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে চূড়ান্ত আপিল শুনানির তৃতীয় দিনের জন্য আগামীকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিন ধার্য করেছেন আদালত। আজ বুধবার (২২ অক্টোবর ২০২৫) তারিখ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের ৭ সদস্যের বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন।

এদিনও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে শুনানি করেন তার আইনজীবী ড. শরীফ ভূঁইয়া।

শুনানিতে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। তবে চতুর্দশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।

এর আগে গত বুধবার তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল এবং ১৪তম জাতীয় নির্বাচন থেকে তা কার্যকর করার আবেদন নিয়ে আপিল বিভাগের শুনানি শেষ করেন বদিউল আলম মজুমদারের আইনজীবী।

গত মঙ্গলবার একই বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে প্রথম দিনের চূড়ান্ত আপিল শুনানি অনুষ্ঠিত হয়। ওইদিন সকালে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে শুনানি শুরু করেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া।