
দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে চূড়ান্ত আপিল শুনানির তৃতীয় দিনের জন্য আগামীকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিন ধার্য করেছেন আদালত। আজ বুধবার (২২ অক্টোবর ২০২৫) তারিখ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের ৭ সদস্যের বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন।
এদিনও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে শুনানি করেন তার আইনজীবী ড. শরীফ ভূঁইয়া।
শুনানিতে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। তবে চতুর্দশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।
এর আগে গত বুধবার তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল এবং ১৪তম জাতীয় নির্বাচন থেকে তা কার্যকর করার আবেদন নিয়ে আপিল বিভাগের শুনানি শেষ করেন বদিউল আলম মজুমদারের আইনজীবী।
গত মঙ্গলবার একই বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে প্রথম দিনের চূড়ান্ত আপিল শুনানি অনুষ্ঠিত হয়। ওইদিন সকালে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে শুনানি শুরু করেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া।
প্রকাশক ও সম্পাদকঃ অ্যাডভোকেট মোঃ শরীফ মিয়া
অফিস ঠিকানা: বাড়ি নং ১৫ (৬ষ্ঠ তলা), রোড নং ১৯, সেক্টর নং ১১, উত্তরা, ঢাকা-১২৩০
somriddhabangladesh@gmail.com
Copyright © 2025 দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ. All rights reserved.