আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSunday , 30 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কবিতা
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে ‘মিথ্যা’ অজুহাত দেখিয়ে: এরদোগান

Link Copied!

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান অভিযোগ করেছেন, গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বারবার ভেঙে দিচ্ছে ইসরাইল—আর সবটাই ঘটছে ‘ভুয়া’ অজুহাতের আড়ালে।

শনিবার (২৯ নভেম্বর) ইস্তাম্বুলে বিজ্ঞান বিতরণ পুরস্কার অনুষ্ঠানে বক্তৃতায় তিনি জানান, প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও হামাস এখনো যুদ্ধবিরতি মানার চেষ্টা করছে।

এরদোগান আন্তর্জাতিক গণমাধ্যমের ব্যর্থতার কথাও তুলে ধরেন। তার ভাষায়, বিশ্বের বড় সংবাদমাধ্যমগুলো গাজায় নিহত সাংবাদিকদের খবরই যথাযথভাবে তুলে ধরতে পারেনি—যেখানে এখন পর্যন্ত ২৭০ জনেরও বেশি সাংবাদিক প্রাণ হারিয়েছেন।

ইসরাইলি হামলায় শিক্ষাখাতে ভয়াবহ বিপর্যয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, গাজায় এখন পর্যন্ত ১৩ হাজার ৫০০-এর বেশি শিক্ষার্থী, ৮৩০ শিক্ষক-কর্মী এবং ১৯৩ জন বিজ্ঞানী-গবেষক নিহত হয়েছেন। পাশাপাশি ৭ লাখ ৮৫ হাজারেরও বেশি শিক্ষার্থী নিজেদের শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এরদোগানের মতে, এটি কোনো সাধারণ ধ্বংসযজ্ঞ নয়—বরং একটি পরিকল্পিত গণহত্যার কৌশল।

তিনি আরও জানান, এই পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে তোলা এবং এর সমাধান খোঁজার জন্য তুরস্ক প্রতিশ্রুতিবদ্ধ। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সাম্প্রতিক জি২০ সম্মেলনেও তিনি বিষয়টি জোর দিয়ে আলোচনা করেছেন।

অক্টোবর ২০২৩ থেকে গাজায় ইসরাইলি আক্রমণে প্রায় ৭০ হাজার মানুষের মৃত্যু হয়েছে—যাদের অধিকাংশই নারী ও শিশু।