আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSunday , 30 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কবিতা
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নিউইয়র্ক সিটিকে বিধ্বস্ত করে ইস্টার্ন কনফারেন্সের শিরোপা জিতল ইন্টার মায়ামি

Link Copied!

যুক্তরাষ্ট্রের মাটিতে নতুন অধ্যায় লিখে ফেলল লিওনেল মেসির ইন্টার মায়ামি। নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের শিরোপা নিজেদের করে নিয়েছে ফ্লোরিডার এই দল। একই সঙ্গে জায়গা করে নিয়েছে এমএলএস কাপের ফাইনালেও—যেখানে নেতৃত্ব দিচ্ছেন হ্যাভিয়ের মাশ্চেরানো।

রোববার (৩০ নভেম্বর) ভোরের উত্তাপ ছড়ানো ম্যাচে আর্জেন্টাইন ফরোয়ার্ড তাদেও আলেন্দে করেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। তার সঙ্গে তাল মিলিয়ে একটি করে গোল যোগ করেন মাতেও সিলভেত্তি ও তেলাস্কো সেগোভিয়া। গোল পাননি মেসি, তবে এক গোলের সুন্দর অ্যাসিস্টে ছড়িয়ে দেন তার পরিচিত জাদু।

চেজ স্টেডিয়ামে ঘরের মাঠে শুরু থেকেই দাপট দেখাতে থাকে মায়ামি। ম্যাচের মাত্র ১৪ মিনিটেই আলেন্দে প্রথম গোল করেন। এরপর আরও ৯ মিনিট পর তার দ্বিতীয় গোল। যদিও বিরতির আগে নিউইয়র্ক সিটি দমে যায়নি—৩৭তম মিনিটে জাস্টিন হকের গোলে ব্যবধান কমায় তারা।

সেই সময় মনে হচ্ছিল বিরতির পর লড়াইটা সমানে সমান হবে। কিন্তু মায়ামি তা হতে দেয়নি। দ্বিতীয়ার্ধে তারা খেলা নিয়ন্ত্রণ করে একের পর এক আক্রমণ সাজায়। ৬৭তম মিনিটে মেসির নিখুঁত পাস থেকে মাতেও সিলভেত্তি লিড বাড়ান।

শেষ মুহূর্তে এসে ব্যবধান আরও বড় হয়। ৮৩তম মিনিটে সেগোভিয়া এবং ৮৯তম মিনিটে আলেন্দের তৃতীয় গোল ম্যাচটিকে পরিণত করে একতরফা উৎসবে। ফাইনাল টিকিট নিশ্চিত করে পুরো মায়ামি শিবির তখন উল্লাসে ফেটে পড়ে।

আগামী ৭ ডিসেম্বর রাতে এমএলএস কাপের ফাইনালে মাঠে নামবে ইন্টার মায়ামি। প্রতিপক্ষের নাম এখনো চূড়ান্ত হয়নি।