আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাTuesday , 25 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারির মাধ্যমে চূড়ান্ত ৬৪ জেলার এসপি, প্রজ্ঞাপন যেকোনো দিন

Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করেছে সরকার। সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত লটারির মাধ্যমে এসপি নির্বাচিত হন। শিগগিরই তাদের পদায়ন প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যকর হবে।

লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টা কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, নির্বাচনের ক্ষেত্রে প্রথমে অতীতে এসপি হিসেবে দায়িত্ব পালনকারীদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপর পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি ফিট লিস্ট তৈরি করা হয়। এই তালিকা থেকে ম্যানুয়াল লটারি পদ্ধতিতে ৬৪ জনকে নির্বাচিত করা হয়েছে, যারা পরবর্তীতে বিভিন্ন জেলায় পাঠানো হবে।

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ফেব্রুয়ারির প্রথমার্ধে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বদলি ও পদায়নের উদ্যোগ নেওয়া হয়। প্রধান উপদেষ্টার নির্দেশে যোগ্য কর্মকর্তাদের তালিকা কমিটির হাতে হস্তান্তর করা হয় এবং লটারির মাধ্যমে জেলাভিত্তিক পদায়ন চূড়ান্ত করা হয়। এর প্রেক্ষিতে গত সপ্তাহে ৬ জেলায় নতুন এসপিদের নিয়োগ স্থগিত রাখা হয়েছিল, যারা লটারি অনুযায়ী পদায়ন পাবে।

গত শনিবার (২২ নভেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুই ঘণ্টার বৈঠকে নির্বাচনকালে পুলিশের নিয়োগ ও বদলি-সংক্রান্ত নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই ধারাবাহিকতায় লটারি পদ্ধতিতে ৬৪ জেলার এসপি নির্বাচনের কাজ সম্পন্ন করা হলো।