আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSaturday , 22 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন

Link Copied!

শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী।

জানা গেছে, বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানেই তাঁকে প্রদান করা হবে গার্ড অব অনার।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব মো. আসাদ আলম সিয়াম জানান, গার্ড অব অনার গ্রহণের পর ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

তিনি আরও বলেন, একই দিনে ভুটানের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠকে বসবেন। এরপর দু’দেশের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হবে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, জ্বালানি–বিদ্যুৎ, টেলিকম, পর্যটন, সংস্কৃতি, যুব ও ক্রীড়া, শিল্পসহ বহুমাত্রিক সহযোগিতার নানা ক্ষেত্র আলোচনার টেবিলে আসবে।

পররাষ্ট্র সচিব জানান, এই বৈঠকে বাংলাদেশ কিছু নির্দিষ্ট সহযোগিতা প্রস্তাব তুলে ধরতে পারে। এর মধ্যে স্বাস্থ্য ও শিক্ষা খাতে সমন্বয়, বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক উন্নয়ন, কৃষি ও পর্যটন সহযোগিতা, ক্রীড়া উন্নয়ন, এবং পানি ব্যবস্থাপনার মতো বিষয়ে যৌথ উদ্যোগের প্রস্তাব থাকতে পারে। পাশাপাশি ভুটানে বাংলাদেশি পেশাদারদের নিয়োগে সহযোগিতা চাওয়ার সম্ভাবনাও রয়েছে। আঞ্চলিক ও বহুপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা হতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, বৈঠক শেষে তিনটি সমঝোতা স্মারকে সই হতে পারে—ভুটানে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহ, ভুটানে বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, এবং কৃষি সহযোগিতা বিষয়ক চুক্তি। এসব নিয়ে আলোচনার প্রক্রিয়া এখনো চলমান। রাতের দিকে ভুটানের প্রধানমন্ত্রী তাঁর সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন।

এর পরদিন, ২৩ নভেম্বর, তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সরকারের কয়েকজন উপদেষ্টার সঙ্গে তাঁর অতিরিক্ত বৈঠকের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিরাও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।