আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাMonday , 17 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কবিতা
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

অজ্ঞাত ভারতীয় নম্বর থেকে চিফ প্রসিকিউটরকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা

Link Copied!

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. তাজুল ইসলামসহ কয়েকজন প্রসিকিউটরকে অজ্ঞাত দুর্বৃত্তরা হত্যার হুমকি ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর থেকে রাত অবধি বিভিন্ন ভারতীয় ফোন নম্বর থেকে এই হুমকিগুলো আসে।

আজ সোমবার (১৭ নভেম্বর ২০২৫) সকালে বিষয়টি নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, আওয়ামী লীগের কিছু লোকজনের নাম ভাঙিয়ে রোববার সন্ধ্যার পর থেকেই অপরিচিত নম্বর—যার বেশিরভাগই ভারতীয়—থেকে ফোন আসে।

প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ বলেন, তাকে একাধিকবার ফোন দিয়ে অশালীন ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত বিরতিহীনভাবে এ ধরনের কল আসে। একই অভিজ্ঞতার কথা জানান প্রসিকিউটর সুলতান মাহমুদও। তাদের দাবি—হুমকিগুলো ছিল বারবার এবং উদ্দেশ্যপ্রণোদিত।

হুমকিদাতারা বলছিল, ‘শেখ হাসিনাকে যদি ফাঁসি দেওয়া হয়, তবে কাউকে রেহাই দেব না। নেত্রীর শাস্তি হলে তোমাদের জীবন শেষ করে দেব।’

এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘ভীরু আর কাপুরুষদের ভাষা এমনই হয়। এগুলো গুরুত্ব দেওয়ার মতো নয়।’