আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাThursday , 13 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট হবে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

Link Copied!

জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটায় তিনি এই ভাষণ প্রদান করেন।

ভাষণে তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবেই ব্যাহত হবে না; বরং নির্বাচন আরও আনন্দঘন ও ব্যয়সাশ্রয়ী হবে। গণভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় আইন যথাসময়ে প্রণয়ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, গত নয় মাস ধরে রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছে। সংবিধানের গুরুত্বপূর্ণ ৩০টি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দলগুলো—যা ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত। এজন্য তিনি কমিশন ও সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ, বিটিভি ওয়ার্ল্ডসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রধান উপদেষ্টার এই ভাষণ সরাসরি সম্প্রচারিত হয়।

এর আগে বেলা ১১টায় উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। ভাষণে তিনি জানান, বৈঠকে জুলাই মাসের আদেশটি পর্যালোচনা শেষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।