আমাদের ই-পেপার পড়তে ভিজিট করুন
ই-পেপার 📄
দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাWednesday , 12 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আচরণবিধি জারি ইসির- ভোটার স্লিপেও ভোট চাওয়া যাবে না

Link Copied!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য নতুন আচরণবিধি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১১ নভেম্বর) রাতে প্রকাশিত গেজেটে এই “আচরণবিধি-২০২৫” কার্যকর হওয়ার কথা জানানো হয়।

এই বিধিমালায় দেশে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারে পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ভোটার স্লিপে প্রার্থীর নাম বা প্রতীক ব্যবহার করে ভোট চাওয়াও যাবে না। আলোকসজ্জা, শোডাউন, ড্রোন কিংবা হেলিকপ্টার ব্যবহারের অনুমতিও নেই। শুধু দলের প্রধানরা যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন। ফেস্টুন ও ব্যানার অবশ্য চট বা কাপড়ে তৈরি হতে হবে, পলিথিন ব্যবহার করা যাবে না।

সামাজিক মাধ্যমে প্রচারের আগে প্রার্থী বা তার এজেন্টকে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের নাম, অ্যাকাউন্ট আইডি ও ই-মেইল ঠিকানা রিটার্নিং অফিসারকে জানাতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রচার বা বিভ্রান্তিকর তথ্য তৈরি করা সম্পূর্ণ নিষিদ্ধ। বিদেশে বসে কোনো প্রকার প্রচারও করা যাবে না।

প্রচার উপকরণের মধ্যে সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, তবে সেগুলোর আকার নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে। এ ছাড়া প্রার্থীদের এক মঞ্চে ইশতেহার ঘোষণা এবং আচরণবিধি মেনে চলার অঙ্গীকারনামা দেওয়ার নিয়মও যুক্ত করা হয়েছে।

বিধিমালা লঙ্ঘন করলে প্রার্থী সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড বা দেড় লাখ টাকা জরিমানা, আর সংশ্লিষ্ট দলের জন্য দেড় লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। প্রয়োজনে তদন্ত শেষে প্রার্থীর প্রার্থিতা বাতিলের ক্ষমতাও কমিশনের হাতে থাকবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ক্ষেত্রে বলা হয়েছে—প্রার্থীরা বা তাঁদের প্রতিনিধি চাইলে সামাজিক মাধ্যমে প্রচারণা চালাতে পারবেন, তবে মিথ্যা বা ঘৃণাত্মক কনটেন্ট তৈরি ও প্রচার করা যাবে না। ধর্মীয়, জাতিগত বা লিঙ্গভিত্তিক উসকানিমূলক বক্তব্যেরও কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।

প্রসঙ্গত, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ (আরপিও) সংশোধনের পর নতুন আচরণবিধি জারির মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইসির অন্যতম বড় প্রস্তুতি সম্পন্ন হলো। এর আগে ভোটার তালিকা আইন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান, পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আইন ও বিধি সংস্কার করেছে কমিশন।

নতুন বিধিমালার আলোকে আগামী বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন।