দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSunday , 9 November 2025
  1. Blog
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-১০ আসনের ভোটার হতে যাচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

বার্তা কক্ষ
November 9, 2025 1:47 pm
Link Copied!

ঢাকা–১০ আসনের ভোটার তালিকায় যুক্ত হতে যাচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ রোববার (৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে তিনি ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে গিয়ে আবেদন জমা দেওয়ার পরিকল্পনা করেছেন। বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।

কিছুদিন আগে একটি টকশোতে তিনি আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দেন। সেই আলোচনায় তিনি ঢাকা থেকেই ভোট দিতে চান বলে জানান। ফলে ঢাকা–১০ এ ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্ত হলে এই আসন থেকে তাঁর প্রার্থিতা আরও বৈধতা ও গতি পাবে।

বর্তমানে তিনি কুমিল্লা–৩ আসনের (মুরাদনগর) ভোটার হিসেবে নিবন্ধিত আছেন।

ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানাকে নিয়ে গঠিত ঢাকা–১০ সংসদীয় আসন। এই আসনে জামায়াতে ইসলামী ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করেছে, যদিও বিএনপি এখনো কোনো প্রার্থী দেয়নি।