দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSunday , 9 November 2025
  1. Blog
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা সহ দেশের ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার

বার্তা কক্ষ
November 9, 2025 7:39 am
Link Copied!

ঢাকাসহ দেশের ১৫টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সাপ্তাহিক ছুটির দিন শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি হওয়া প্রজ্ঞাপনে ছয়জন ডিসিকে অন্য জেলায় রোটেশন করা হয়েছে এবং উপসচিব পদমর্যাদার নয়জন কর্মকর্তাকে নয়টি জেলায় নতুন ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বদলি পাওয়া ছয় কর্মকর্তা হলেন—
বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলম ঢাকায়,
বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসান নোয়াখালীতে,
কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে,
ভোলার ডিসি মো. আজাদ জাহান গাজীপুরে,
সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলাম গাইবান্ধায়,
এবং খুলনার ডিসি মো. তৌফিকুর রহমান বগুড়ায় নিয়োগ পেয়েছেন।

নবনিয়োগপ্রাপ্ত উপসচিবদের মধ্যে রয়েছেন—
সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ বরগুনায়,
বিএডিসির সচিব (উপসচিব) মো. আমিনুল ইসলাম সিরাজগঞ্জে,
বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায়,
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদ পিরোজপুরে,
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পাবনা জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা আফরোজা আখতার সাতক্ষীরায়,
ফেনীর স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেন বাগেরহাটে,
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর (ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়) একান্ত সচিব স. ম. জামশেদ খোন্দকার খুলনায়,
রাজউকের পরিচালক মো. ইকবাল হোসেন কুষ্টিয়ায়,
এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব শামীম রহমান ভোলার ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন।