দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSaturday , 8 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

গণভোট নিয়ে দলগুলো ঐকমত্যে না এলে সিদ্ধান্ত নেবে সরকার: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

বার্তা কক্ষ
November 8, 2025 2:19 pm
Link Copied!

দ্বিমত থাকতেই পারে, তবু শেষ পর্যন্ত আমাদেরকে সমঝোতার পথেই আসতে হবে। গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলো যদি ঐকমত্যে পৌঁছাতে না পারে, সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। খুব দ্রুতই এটি করা হবে, যেন নির্বাচন ঘিরে কোনো অনিশ্চয়তা না থাকে। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ট্রেস কনসাল্টিং’ শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন।

তিনি জানান, জুলাই চার্টারে সব প্রাসঙ্গিক বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। রাজনৈতিক দলগুলো তাদের সুচিন্তিত মতামত জমা দিয়েছে। প্রায় চার হাজার পৃষ্ঠা নথিবদ্ধ হয়েছে, সঙ্গে রয়েছে ভিডিও রেকর্ডিং। প্রয়োজনে এই সংলাপ নির্বাচনের পরও পুনরায় শুরু হতে পারে।

আরও বলেন, দেশের সর্বত্র এখন নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একটি সুশৃঙ্খল, স্বচ্ছ ভোট আয়োজনই তাদের লক্ষ্য।