দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSaturday , 8 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দলীয় মনোনয়ন না পেয়ে ধানক্ষেতে ‘রিভিউ’ দেখালেন বিএনপি নেতা

বার্তা কক্ষ
November 8, 2025 9:26 am
Link Copied!

ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল দলীয় মনোনয়ন না পেয়ে ধানক্ষেতকে বেছে নিলেন নিজের প্রতিবাদের ক্যানভাস হিসেবে।
৭ নভেম্বর সকালে তিনি ধানগাছের সারির মাঝে দাঁড়িয়ে ক্রিকেট আম্পায়ারের মতো দু’হাত তুলে “রিভিউ” চাইবার ভঙ্গিতে নিজের ক্ষোভ যেন রূপ দিলেন সৃজনশীল এক স্টেটমেন্টে। কয়েক ঘণ্টার মধ্যেই সেই দৃশ্যধারণ করা ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে।

জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনের বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন চাইছিলেন তিনি। ৩ নভেম্বর যেদিন দলের মহাসচিব সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করলেন, সেখানে আলালের নাম না থাকায় তিনি মনোনয়ন প্রতিযোগিতায় বাদ পড়েন। সেই হতাশাকে শক্তিতে রূপ দিয়ে তিনি ধানক্ষেতে গিয়ে উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণের বার্তা পৌঁছে দেন রিভিউ-সুলভ এই প্রতিবাদের মাধ্যমে।

তার ভাইরাল ছবিতে তিনি ক্যাপশন দেন শুধু দুই শব্দ—“নো ক্যাপশন।” কমেন্ট সেকশনেও ভেসে আসে নানা প্রতিক্রিয়া। ফারুক আহম্মেদ লেখেন, “এই অসাধারণ আবেদনকে স্যালুট।” শেখ ফরিদ ভুইয়ান মন্তব্য করেন, “আপনার ছবিটাই ক্যাপশন।” সাফিম রহমান বলেন, “ছবি নিজেই যখন কথা বলে তখন ক্যাপশন লাগে না।” নেটিজেনদের বড় একটি অংশ এই প্রতিবাদকে স্বাস্থ্যকর রাজনৈতিক বোধের উদাহরণ হিসেবে দেখছেন।

আলালের ঘনিষ্ঠরা দাবি করেন, কঠিন সময়গুলোতে দলীয় নির্দেশনা বাস্তবায়নে আলাল ছিলেন নিরলস। নানা হামলা-মামলাও সহ্য করেছেন। তাই তার মনোনয়ন পাওয়া উচিত ছিল বলে তাদের মত। অন্যদিকে, যেখানে অনেকে মনোনয়ন না পেয়ে উত্তেজিত হয়ে সড়ক অবরোধের মতো কর্মসূচি দিচ্ছেন, সেখানে আলালের শান্তিপূর্ণ ও ব্যতিক্রমী প্রতিবাদ প্রশংসনীয়।

নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে আলাল বলেন, একসময় জয়নাল হাজারীর আমলে ফেনীকে সারাদেশ “লেবানন” নামে চিনত। এরপর নিজাম হাজারীর সময়ে নির্বাচনের স্টাইলও আলোচিত ছিল। এখন তিনি পরিবর্তিত রাজনৈতিক সংস্কৃতির প্রতীক হিসেবে প্রতিবাদের ভাষায় নতুন দিশা দেখাতে চান।

তার ভাষায়, আগামী প্রজন্ম দেখবে যে ভিন্নধর্মী প্রতিবাদও দেশের মানুষ গ্রহণ করেছে। তিনি আরও আশা প্রকাশ করেন যে ফেনী-২ আসনের মনোনয়ন বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পুনর্বিবেচনা করবেন।

উল্লেখ্য, বিএনপি ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ফেনী জেলার তিনটি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। ফেনী-০১ এ ধানের শীষ প্রতীকে লড়বেন বেগম খালেদা জিয়া, ফেনী-২ এ অধ্যাপক জয়নাল আবদীন ভিপি এবং ফেনী-০৩ এ প্রতিদ্বন্দ্বিতা করবেন শিল্পপতি ও ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।