দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাFriday , 7 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ক্ষমতায় গেলে একটি বন্ধু সংগঠন’সহ সবাইকে নিয়ে সরকার গঠন করবো: জামায়াত আমির

বার্তা কক্ষ
November 7, 2025 8:37 am
Link Copied!

জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান বিএনপির উদ্দেশ্যে বলেছেন, একটি বন্ধু সংগঠনের নেতৃত্বে ক্ষমতায় গেলে তারা জমায়াতকে ছাড়া সবাইকে নিয়ে সরকার গঠনের কথা বলেছে। আমরা নির্বাচিত হলে সেই ধরনের সমন্বয়মূলক ব্যবস্থাই গ্রহণ করবো — কিন্তু তা হবে সকলের অংশগ্রহণ নিশ্চিত করে এবং দায়িত্বশীলভাবে দেশ গড়ার লক্ষ্য নিয়ে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেটে দলের আয়োজন করা এক সুধী সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর বলেন, যদি আমরা বিরোধী অবস্থানে থাকি তবুও মানবিক ও শুভ উদ্দেশ্যের যে কোনো কাজ হলে বন্ধু সংগঠনের কর্মীদের সঙ্গে কাজ করার কোনো আপত্তি আমাদের থাকবে না। সকলেই মিলে দেশের কল্যাণে কাজ করব। তবে সরকারে গেলে যদি কেউ পুরনো কায়দায় কাজ চালাতে চায়, প্রথমে সংশোধনের জন্য বলব; তাতে কাজ না হলে আর পুরনো ভুলমাফ করা হবে না।

জামায়াত আমির আরও জোর দিলেন যে, দল বা ধর্মের ভিত্তিতে দেশের বিভাজন মেনে নেওয়া হবে না। সামাজিক ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। ন্যায় প্রতিষ্ঠিত হলে দুর্নীতিকর কর্মকাণ্ডের স্থান থাকবে না, তিনি বললেন। সমাবেশে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।