ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান মানেই সবসময়ই এক নতুন চমক! রূপালি পর্দার গণ্ডি পেরিয়ে এবারও মাঠের ক্রিকেটে জড়াচ্ছেন এই সুপারস্টার। জানা গেছে, তিনি দ্বিতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর একটি দলের মালিকানা নিয়েছেন।
গত আসরে প্রথমবার ঢাকা ক্যাপিটালস-এর সঙ্গে যুক্ত হয়ে শাকিব খান যেমন আলোচনার জন্ম দিয়েছিলেন, তেমনি ক্রিকেটপ্রেমী ও সিনেমাপ্রেমী দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল এক অনন্য সংযোগ। যদিও দলটি শিরোপা ছুঁতে পারেনি, তবু গ্যালারিতে শাকিবের উপস্থিতি যেন ছিল এক উৎসবমুখর দৃশ্য।
প্রথমবার দলের মালিক হিসেবে অংশগ্রহণের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে শাকিব তখনই জানিয়েছিলেন—পরবর্তী মৌসুমে তার দল হবে আরও শক্তিশালী, আরও আগ্রাসী, এবং জয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
আসছে ১৯ ডিসেম্বর শুরু হবে বিপিএলের ১২তম আসর। এবার নতুন চমক হলো—ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান), যার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত আছেন শাকিব খান নিজে।
সূত্রে জানা গেছে, বিসিবির সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী আগামী পাঁচ বছর ঢাকার এই ফ্র্যাঞ্চাইজির মালিকানায় থাকছেন ঢালিউডের এই কিংবদন্তি নায়ক।

