দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাWednesday , 5 November 2025
  1. Blog
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির মনোনয়ন পেলে পদত্যাগ করে ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচন করবেন অ্যাটর্নি জেনারেল

বার্তা কক্ষ
November 5, 2025 3:04 pm
Link Copied!

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ঘোষণা দিয়েছেন, বিএনপির মনোনয়ন পেলে তিনি দায়িত্ব থেকে পদত্যাগ করে ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচন করবেন।

বুধবার (৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, “আমি ভোটে অংশ নিতে চাই। ইতোমধ্যে ঝিনাইদহ-১ আসনের জন্য বিএনপির মনোনয়ন চেয়েছি। এখনো আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বে আছি, তবে মনোনয়ন পেলে উপযুক্ত সময়ে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেব।”

নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাছ থেকে মনোনয়ন চেয়েছি এবং আমি আশাবাদী যে, ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সুযোগ পাব।”

উল্লেখ্য, গত সোমবার (৩ নভেম্বর) বিএনপি দেশের ২৩৭টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে। এখনো ৬৩টি আসন খালি রয়েছে, যার মধ্যে ঝিনাইদহ-১ অন্যতম। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসাদুজ্জামান এই আসনে দলীয় প্রতীক পেতে পারেন।

চব্বিশের গণঅভ্যুত্থানের পর মো. আসাদুজ্জামান দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পান। তিনি এর আগে বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।