দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাWednesday , 5 November 2025
  1. Blog
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

জোহরান মামদানিকে সমর্থন দেয়া ইহুদিদের ‘স্টুপিড’ বললেন ডোনাল্ড ট্রাম্প

বার্তা কক্ষ
November 5, 2025 2:51 pm
Link Copied!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জোহরান মামদানিকে সমর্থন করা ইহুদিরা ‘বোকামি’ করেছে।

বুধবার (৫ নভেম্বর) ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

পোস্টে ট্রাম্প লেখেন, নিউইয়র্কের মেয়র নির্বাচনে যেসব ইহুদি ভোটার ডেমোক্র্যাট প্রার্থী মামদানির পক্ষে ভোট দিয়েছেন, তারা আসলে নির্বোধ এবং নিজেদের সম্প্রদায়ের বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন। তার দাবি—এই সিদ্ধান্ত আমেরিকান ইহুদিদের জন্য ক্ষতিকর প্রভাব ফেলবে।

এর আগে তিনি প্রকাশ্যে আহ্বান জানিয়েছিলেন, মামদানির পরিবর্তে ডেমোক্র্যাট অ্যান্ড্রু কুওমোকে ভোট দিতে। এমনকি হুমকিও দিয়েছিলেন—মামদানি নির্বাচিত হলে নিউইয়র্ক শহরের জন্য বরাদ্দ দেওয়া কেন্দ্রীয় সহায়তা বন্ধ করে দেওয়া হবে।

উল্লেখ্য, আজ অনুষ্ঠিত নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে বেসরকারি ফলাফলে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। এর মাধ্যমে ইতিহাস সৃষ্টি করে তিনি হতে যাচ্ছেন নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র। স্বাধীন প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা মামদানি এই জয় অর্জন করেন।

এবারের নির্বাচনে প্রায় ৭ লাখ ৩৫ হাজার ৩১৭ জন আগাম ভোট দেন—যা প্রেসিডেন্ট নির্বাচন ব্যতীত নিউইয়র্কে সর্বোচ্চ আগাম ভোটের রেকর্ড। গতকাল স্থানীয় সময় সকাল ৬টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টা)।

অ্যাস্টোরিয়া এলাকার একটি কেন্দ্রে ভোট দেন প্রার্থী জোহরান মামদানি নিজেই। তিনি নির্বাচনী ইশতেহারে জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা তরুণসহ বিভিন্ন বয়সের ভোটারের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। তার জনপ্রিয়তা ভোটকেন্দ্রের উপস্থিতিতেও প্রতিফলিত হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে অনুষ্ঠিত এ নির্বাচনে একজন মুসলিম প্রার্থীর এমন জয় আমেরিকান রাজনীতিতে এক নতুন অধ্যায় সূচনা করেছে।