দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাFriday , 31 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা: জাতীয় রাজস্ব বোর্ড

বার্তা কক্ষ
October 31, 2025 10:32 am
Link Copied!

চলতি ২০২৫-২৬ কর বছরে এখন পর্যন্ত দেশে ১০ লাখেরও বেশি করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন, যা দেশের ডিজিটাল কর ব্যবস্থাপনায় এক বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে ২০২৫-২৬ কর বছরের ই-রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্বোধন করেন। সেই থেকে করদাতারা www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সহজেই নিজেদের আয়কর রিটার্ন অনলাইনে পূরণ ও দাখিল করে আসছেন।

অনলাইন ব্যবস্থায় রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া এখন অনেক বেশি সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত, যার ফলে সাধারণ করদাতাদের মধ্যে এই পদ্ধতির প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে।

এনবিআর জানায়, চলতি অর্থবছরে এত বিপুল সংখ্যক করদাতা ই-রিটার্ন দাখিল করায় এটি দেশের কর সংস্কৃতিতে এক ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। অনলাইন রিটার্ন দাখিল ব্যবস্থার সম্প্রসারণের মাধ্যমে করদাতারা ঘরে বসেই কয়েক মিনিটে তাদের রিটার্ন সম্পন্ন করতে পারছেন—যা অতীতের তুলনায় অনেক বেশি স্বচ্ছ, সময়সাশ্রয়ী ও জনবান্ধব পদক্ষেপ।

কর প্রশাসন আশা করছে, ডিসেম্বরের শেষ নাগাদ ই-রিটার্ন দাখিলকারীর সংখ্যা আরও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা সরকারের রাজস্ব আহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।