দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাThursday , 30 October 2025
  1. Blog
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার

বার্তা কক্ষ
October 30, 2025 7:21 pm
Link Copied!

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পুলিশ বাহিনীর নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে। কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি দুর্বলতা বা পক্ষপাত দেখানোর সুযোগ নেই। দায়িত্ব পালন করতে হবে শতভাগ নিরপেক্ষভাবে ও পেশাদারিত্বের সঙ্গে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ডিএমপির গ্র্যান্ড কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, “আগামী ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন দেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে বিষয়টি নিশ্চিত করা আমাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব।” তিনি আরও বলেন, “২০১৮ সালের নির্বাচনে যেসব অনিয়ম হয়েছিল, সেসব ঘটনায় জড়িতদের জবাবদিহির আওতায় আনতে হবে।”

তিনি পুলিশ সদস্যদের সতর্ক করে বলেন, “অনেক ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে আমরা বর্তমান অবস্থানে এসেছি। বেআইনি সমাবেশ বা উসকানিমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। একইসঙ্গে জনগণের সঙ্গে দূরত্ব বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়—এমন আচরণ সম্পূর্ণভাবে পরিহার করতে হবে।”

সভায় ডিএমপি কমিশনার উপস্থিত সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস. এন. মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন পদমর্যাদার প্রায় ৮৫০ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।