দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাThursday , 30 October 2025
  1. Blog
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনদিনও মানবে না বিএনপি

বার্তা কক্ষ
October 30, 2025 2:03 pm
Link Copied!

নির্বাচনের আগে গণভোট আয়োজন করা অবাস্তব, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত—এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সময়, অর্থ ও নির্বাচনের মতো বিশাল আয়োজনের কারণে এই প্রস্তাব বাস্তবায়ন সম্ভব নয়। ভোটের দিন ছাড়া অন্য কোনো দিনে গণভোট আয়োজনের সিদ্ধান্ত বিএনপি কখনোই মেনে নেবে না।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) রাজধানীতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ বক্তব্য দেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ঐকমত্য কমিশনের প্রস্তাবিত দফাগুলোর ওপর গণভোটের কথা বলা হলেও জুলাই সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলোর মতামত, ভিন্নমত বা নোট অব ডিসেন্ট কোনোভাবেই এতে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে কমিশনের প্রস্তাব ও সুপারিশ একতরফাভাবে জাতির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তার ভাষায়, “দীর্ঘ এক বছর ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনাগুলো ছিল অর্থহীন, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে এক ধরনের প্রতারণা।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “জুলাই সনদের আইনি বৈধতা প্রদানের কোনো এখতিয়ার সরকারের নেই। কমিশন রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার সম্পূর্ণভাবে উপেক্ষা করেছে।”

সংবিধান সংস্কার ইস্যুতে তিনি বলেন, “প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে ২৭০ দিনের মধ্যে সংস্কার সম্পন্ন না হলে গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানের অংশ হিসেবে যুক্ত হবে—এমন প্রস্তাব সম্পূর্ণ হাস্যকর ও উদ্দেশ্যপ্রণোদিত। সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদে বিল পাস হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া কোনো আইন কার্যকর হতে পারে না। স্বয়ংক্রিয় অন্তর্ভুক্তির ধারণা সংসদীয় রীতি ও গণতান্ত্রিক নীতির পরিপন্থী।”