দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাThursday , 30 October 2025
  1. Blog
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

জার্মানির ভিসা আবেদনকারীদের জন্য সতর্কবার্তা বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাসের

বার্তা কক্ষ
October 30, 2025 1:51 pm
Link Copied!

বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাস ভিসা আবেদনকারীদের উদ্দেশে প্রতারণামূলক কার্যকলাপ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে একটি সতর্কবার্তা প্রকাশ করা হয়।

দূতাবাস জানিয়েছে, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি নিজেদের দূতাবাসের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে ভিসা আবেদনকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। তাই আবেদনকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা প্রেরকের ইমেইল ঠিকানা যাচাই না করে কোনো ব্যক্তিগত তথ্য বা নথি শেয়ার না করেন।

পোস্টে আরও বলা হয়, “কোনো তথ্য বা নথি পাঠানোর আগে অনুগ্রহ করে প্রেরকের ইমেইল ঠিকানা ভালোভাবে যাচাই করুন। যদি নিশ্চিত না হন যে বার্তাটি সত্যিই দূতাবাস বা কনস্যুলার সার্ভিস পোর্টাল থেকে এসেছে কিনা, তাহলে দূতাবাসের ওয়েবসাইটের যোগাযোগ ফর্মের মাধ্যমে সরাসরি যোগাযোগ করুন।”

দূতাবাস আরও স্পষ্ট করেছে, কনস্যুলার সার্ভিস পোর্টাল থেকে শুধুমাত্র স্বয়ংক্রিয় নোটিফিকেশন পাঠানো হয়, যা আবেদনকারীদের জানায় যে তাদের পোর্টালে নতুন কোনো বার্তা এসেছে কিনা। ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্য কোনোভাবেই ইমেইলের মাধ্যমে প্রদান করা হয় না।

এর আগে ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস সব ভিসা আবেদনকারীকে এমন প্রতারক মধ্যস্বত্বভোগীদের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেয়, যারা ভিসা আবেদন জমা বা প্রক্রিয়াকরণে সহায়তার দাবি করে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিসা সংক্রান্ত নির্ভরযোগ্য ও সর্বশেষ তথ্যের জন্য আবেদনকারীরা যেন শুধুমাত্র দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট অথবা তাদের অনুমোদিত সেবা প্রদানকারী VFS Global-এর ওয়েবসাইটে ভরসা রাখেন।