দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাThursday , 30 October 2025
  1. Blog
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির জন্ম হয়েছে ‘হ্যাঁ’ ভোটের মধ্যদিয়ে আর মৃত্যু হবে ‘না’ ভোটের মধ্যদিয়ে: নাসীরুদ্দীন

বার্তা কক্ষ
October 30, 2025 1:18 pm
Link Copied!

বিএনপি আওয়ামী লীগকে পুনরায় সক্রিয় করতে সংস্কার কমিশনকে ভিন্নপথে পরিচালিত করার চেষ্টা করছে—এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নাগরিক ঐক্যের আয়োজনে অনুষ্ঠিত ‘রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি সংস্কার কমিশনের দিকভ্রষ্টতা ঘটিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ করে দিতে চায়। তিনি আরও যোগ করেন, জাতীয় পার্টি কিংবা আওয়ামী লীগ—কাউকেই ছাড় দেওয়া হবে না। বিএনপির জন্ম হয়েছে ‘হ্যাঁ’ ভোটের মধ্য দিয়ে, আর তাদের রাজনৈতিক পরিণতি ঘটবে ‘না’ ভোটের মাধ্যমেই।

জুলাই সনদের দিকনির্দেশনা বাস্তবায়নের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, “সরকারকে জুলাই সনদের মূল চেতনার পথেই চলতে হবে। সেখানে ‘বিবেচনা করবে’ বা ‘হবে’ ধরনের অস্পষ্ট শব্দের পরিষ্কার ব্যাখ্যা প্রয়োজন।” তাঁর ভাষায়, “বিএনপি ইতোমধ্যে জুলাই সনদে সাইন করেছে, সুতরাং এখন ‘না’ বলার কোনো অবকাশ নেই।”

তিনি আরও বলেন, “ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে এর দায়ভার নিতে হবে অন্তর্বর্তী সরকারকেই। উপদেষ্টাদের পারিবারিক সময় যথেষ্ট হয়েছে—এখন সময় রাষ্ট্রের সেবায় নিজেকে নিবেদিত করার। আইন উপদেষ্টার প্রতি আমাদের আস্থা সীমিত, তাই প্রধান উপদেষ্টাকে শহিদ মিনারে জনগণের মাঝে দাঁড়িয়ে সংস্কার নির্দেশনা ঘোষণা করতে হবে।”