দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাThursday , 30 October 2025
  1. Blog
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

কোনো চুক্তি ছাড়াই শেষ হলো ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক

বার্তা কক্ষ
October 30, 2025 1:07 pm
Link Copied!

আনুষ্ঠানিক কোনো চুক্তির ঘোষণা ছাড়াই শেষ হয়েছে বিশ্বের দুই পরাশক্তিধর দেশ—যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যকার বৈঠক। প্রায় এক ঘণ্টা ৪০ মিনিটের বৈঠক শেষে নিজ নিজ গন্তব্যের পথে রওনা হয়েছেন দুই দেশের প্রেসিডেন্ট।

দীর্ঘ ছয় বছর পর আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) দক্ষিণ কোরিয়ার বুসান শহরে স্থানীয় সময় সকাল ১১টার দিকে মুখোমুখি বসেন মার্কিন ও চীনা নেতা। ধারণা করা হচ্ছে, আলোচনায় স্থান পেয়েছে শুল্কনীতি, বিরল খনিজ, মাদক চোরাচালান এবং কৃষি বাণিজ্যসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়।

এছাড়াও অনুমান করা হচ্ছে, এই বৈঠকের মাধ্যমে দুই দেশের চলমান শুল্ক সংঘাত নিরসনে কোনো প্রাথমিক সমঝোতা হতে পারে। একইসঙ্গে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়েও ওয়াশিংটন বেইজিংয়ের সহযোগিতা চেয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। উল্লেখ্য, সর্বশেষ ২০১৯ সালে একসঙ্গে বৈঠকে বসেছিলেন এই দুই বিশ্বনেতা।