হাইকোর্ট মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনা বিষয়ক একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছে। পাশাপাশি, মেট্রোর বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের পরিবারকে কেন ২ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানাতে রুল জারি করা হয়েছে।
আজ বুধবার (২৯ অক্টোবর ২০২৫) তারিখ জনস্বার্থে দায়ের করা একটি রিটের প্রাথমিক শুনানিতে বিচারপতি ফাহমিদা কাদির ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে, গতকাল সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন হাইকোর্টে জনস্বার্থে রিটটি দায়ের করেন।
উল্লেখ্য, গত রোববার রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলারের ওপর থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী আবুল কালাম আজাদ নিহত হন। এই ঘটনায় নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া ঘোষণা করা হয়। এর আগে, গত বছরও মেট্রো থেকে প্যাড পড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল।

