দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাTuesday , 28 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও আগামী নির্বাচন হবে এ সরকারের অধীনেই: শিশির মনির

বার্তা কক্ষ
October 28, 2025 1:27 pm
Link Copied!

জামায়াতের আইনজীবী শিশির মনির বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরে এলেও আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) তারিখ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের চতুর্থ দিনের শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

শুনানির সময় শিশির মনির বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের ধারণাটি ছিল এক অনন্য ব্যবস্থা। কিন্তু রাজনৈতিক নেতৃত্বের দূরদর্শিতার অভাবেই এটি বাতিল করা হয়।”

এর আগে, তৃতীয় দিনের শুনানিতে তিনি আরও বলেন, “যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল, তা ছিল পূর্বপরিকল্পিত।”

উল্লেখ্য, গত ২৭ আগস্ট সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করে আপিলের অনুমতি দেন।

এর পর নাগরিক সংগঠন ‘সুজন’-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল দায়ের করেন।

প্রসঙ্গত, ২০১১ সালে তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ঘোষণা করেছিলেন।