আগামী (৩১ অক্টোবর ২০২৫) তারিখ পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
এতে বলা হয়,গত (১২ ফেব্রুয়ারি ২০২৫) গঠিত হওয়া জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো। এটি অবিলম্বে কার্যকর হবে।
বর্ধিত মেয়াদের মধ্যেই জুলাই সনদ স্বাক্ষর করা হবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। তিনি বলেন, জুলাই সনদ স্বাক্ষরের সব প্রস্তুতি নেয়া হয়েছে। আগামীকাল শুক্রবার সব দল এই সনদে স্বাক্ষর করবে বলে আশা করছি।
ঐকমত্য কমিশনের মেয়াদ এ নিয়ে তিনবার বাড়ানো হলো। সবশেষ গত ১৫ সেপ্টেম্বর এই কমিশনের মেয়াদ একমাস বাড়িয়েছিলও সরকার। আর এবার ১৫ দিন মেয়াদ বাড়ানো হলো।

