দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSunday , 12 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আজ থেকে শুরু হয়েছে টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন

বার্তা কক্ষ
October 12, 2025 1:32 pm
Link Copied!

শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে আজ রবিবার (১২ অক্টোবর ২০২৫) থেকে শুরু হয়েছে ‘জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন’। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয় যে, রাজধানীর আজিমপুরের স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম উপস্থিত থাকবেন।

এদিকে, এখন পর্যন্ত টাইফয়েড টিকা নিতে ১ কোটি ৬৮ লাখ মানুষ রেজিষ্ট্রেশন করেছেন। অনলাইনের পাশাপাশি জন্মসনদ ছাড়াও ম্যানুয়াল পদ্ধতিতেও রেজিষ্ট্রেশন করা যাবে। আজ রোববার থেকে ৩০ অক্টোবর পর্যন্ত নিকটস্থ স্কুল এবং ১ থেকে ১৩ নভেম্বর কমিউনিটি ক্লিনিক থেকে টিকা নেয়া যাবে।

ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) প্রোগ্রামের ম্যানেজার ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান জানিয়েছেন, ‘১২ অক্টোবর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের প্রথম ১০ দিন দেশের স্কুল ও মাদ্রাসাগুলোতে ক্যাম্প করে এবং পরবর্তী ৮ দিন ইপিআই সেন্টারে এই টিকা দেয়া হবে।’

টিকা গ্রহণের জন্য অভিভাবকদের https://vaxepi.gov.bd/registration/tcv ওয়েবসাইটে গিয়ে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। ১ আগস্ট থেকে নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধনের পর জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে সরাসরি ভ্যাকসিন কার্ড ডাউনলোড করা যাবে।