চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। সেখানে চিকিৎসা শেষে আগামী ১৭ সেপ্টেম্বর রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।
স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব (যুগ্মসচিব) ড. মঞ্জুরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল মধ্যরাতের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। সেখানে চিকিৎসা শেষে আগামী ১৭ সেপ্টেম্বর দিবাগত রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।
মঞ্জুরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে নূরজাহান বেগম ক্যান্সারে ভুগছেন এবং নিয়মিতভাবে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাতায়াত করেন।
প্রসঙ্গত, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বেশ আগে থেকেই ক্যান্সার চিকিৎসার ফলোআপ হিসেবে সিঙ্গাপুর যান। তবে সেখানকার কোন হাসপাতাল, কোন বিভাগে, কোন চিকিৎসকের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।