যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী অক্টোবর মাসে দক্ষিণ কোরিয়া সফরের প্রস্তুতি নিচ্ছেন বলে প্রশাসনিক সূত্রগুলো জানিয়েছে। সফরের মূল উপলক্ষ হবে গিয়ংজুতে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) বাণিজ্যমন্ত্রীদের সম্মেলন। তবে এর ফাঁকে ট্রাম্পের চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
একইসঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকেরও গুঞ্জন শোনা যাচ্ছে। সম্মেলনটি অক্টোবরের শেষভাগ থেকে নভেম্বরের শুরুর দিকে গিয়ংজু শহরে হওয়ার কথা। বিষয়টি সিএনএনকে নিশ্চিত করেছেন ট্রাম্প প্রশাসনের তিনজন কর্মকর্তা।
হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, এ সফরে মূল গুরুত্ব দেয়া হবে বাণিজ্য ও বিনিয়োগের ওপর। সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরের মতোই ট্রাম্প প্রশাসন এটিকে যুক্তরাষ্ট্রে আরও অর্থনৈতিক বিনিয়োগ আনার সুযোগ হিসেবে দেখছে। আলোচনার তালিকায় প্রতিরক্ষা ও বেসামরিক পারমাণবিক সহযোগিতার বিষয়ও থাকতে পারে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং সম্প্রতি ট্রাম্পকে অ্যাপেক সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, এই সম্মেলন ট্রাম্প ও কিম জং উনের মধ্যে সম্ভাব্য বৈঠকেরও সুযোগ তৈরি করতে পারে। যদিও কিম সেখানে অংশ নেবেন কি না, তা এখনো অনিশ্চিত।
ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, তিনি কিমের সঙ্গে সাক্ষাতে আগ্রহী। তাঁর ভাষায়, ‘আমি সেটি করব। তিনি আমার সঙ্গে দেখা করতে চান, আমরাও তার সঙ্গে সম্পর্ক আরও ভালো করতে চাই।’
এ সফর এমন এক সময়ে হচ্ছে, যখন ট্রাম্প ও শি জিনপিংয়ের সম্পর্ক বাণিজ্যনীতি নিয়ে টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। সম্প্রতি বেইজিংয়ে আয়োজিত সামরিক কুচকাওয়াজে কিম, পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণকে ট্রাম্প সমালোচনার সুরে উল্লেখ করলেও অনুষ্ঠানের প্রশংসা করেছেন।