দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSunday , 7 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রোনালদোর জোড়া গোলে আর্মেনিয়াকে হারিয়ে বিশ্বকাপ বাছাই মিশন শুরু পর্তুগালের

বার্তা কক্ষ
September 7, 2025 12:39 pm
Link Copied!

আর্মেনিয়াকে তাদের মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ বাছাই মিশন শুরু করল পর্তুগাল। জোড়া গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জোয়াও ফেলিক্স।

ম্যাচের ১০ মিনিটেই ফেলিক্সের গোলে এগিয়ে যায় পর্তুগাল। এরপর ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। পেদ্রো নেতোর পাসে দারুণ ফিনিশিংয়ে ক্যারিয়ারের ১৪০ তম গোল করেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকার।

গোলের পর উদযাপনে প্রয়াত সতীর্থ জোটাকে স্মরণ করেন ‘সিআর৭’। ম্যাচের ৩২ মিনিটে বক্স থেকে বাঁ পায়ের শটে আর্মেনিয়ার জালে বল পাঠান জোয়াও ক্যান্সেলো। প্রথমার্ধে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পর্তুগাল। ক্যান্সেলোও উদযাপন করেন জোটার ট্রেডমার্ক সেলিব্রেশমে।

দ্বিতীয়ার্ধেও থাকে পর্তুগিজদের আক্রমনাত্মক ফুটবলের পসড়া। বিরতি থেকে ফিরেই দুর্দান্ত শক্তিশালী এক শটে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। ৬১ মিনিটে ফের ফেলিক্সের গোল। শেষ পর্যন্ত ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।