দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাFriday , 5 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ

মালয়েশিয়ায় ভিসার মেয়াদের চেয়ে অতিরিক্ত থাকলে এখন যে শাস্তি পেতে হবে

বার্তা কক্ষ
September 5, 2025 11:45 pm
Link Copied!

ভিসার মেয়াদের চেয়ে অতিরিক্ত সময় অবস্থান করার শাস্তিতে পরিবর্তন এনেছে মালয়েশিয়ায় সরকার। এখন থেকে ৯০ দিনের কম অতিরিক্ত সময় অবস্থান করা বিদেশিদের বিরুদ্ধে আর আদালতে মামলা হবে না। এর বদলে সরাসরি জরিমানা জারি করবে ইমিগ্রেশন বিভাগ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এক অনুষ্ঠানে বলেন, “এই নতুন নিয়ম মামলা নিষ্পত্তির সময় ১৪ দিন থেকে কমিয়ে মাত্র ১ দিনে নিয়ে আসবে, এবং আটক কেন্দ্রগুলোতে ভিড় কমাতেও সাহায্য করবে।”

তিনি জানান, যারা ১ থেকে ৩০ দিন অতিরিক্ত থাকবেন, তাদের প্রতিদিনের জন্য ৩০ রিঙ্গিত করে সর্বোচ্চ ৯০০ রিঙ্গিত পর্যন্ত জরিমানা করা হবে।

যদি কেউ ৩১ থেকে ৬০ দিন অতিরিক্ত থাকেন তাহলে তাকে স্বয়ংক্রিয়ভাবে ১ হাজার রিঙ্গিত জরিমানা করা হবে। আর ৬১ থেকে ৯০ দিন অতিরিক্ত থাকলে ২ হাজার রিঙ্গিত জরিমানা দিতে হবে বলে জানান তিনি।

অপরদিকে যারা ৯০ দিনের বেশি সময় অতিরিক্ত থাকবেন, তাদের বিরুদ্ধে মামলা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাইফুদ্দিন বলেন, এই নতুন নিয়মটি শুধুমাত্র সেসব বিদেশিদের জন্য প্রযোজ্য হবে যাদের অতিরিক্ত অবস্থানের পেছনে ‘যৌক্তিক কারণ’ রয়েছে। তিনি ব্যাখ্যা করে বলেন, “এই কারণগুলোর মধ্যে রয়েছে অসুস্থতা, দুর্ঘটনা, বা বন্যা, প্রাকৃতিক দুর্যোগের মতো এমন পরিস্থিতি যা তাদের নিয়ন্ত্রণের বাইরে।”

সূত্র: মালয়মালি