দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাFriday , 5 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ছয় মাসে বিশেষ অভিযানে ১১ হাজারের বেশি গ্রেপ্তার, ২,৭৭১ জনের সাজা

বার্তা কক্ষ
September 5, 2025 10:13 pm
Link Copied!

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গত ছয় মাসে বিশেষ অভিযান চালিয়ে মোট ১১ হাজার ৩২৩ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ২ হাজার ৭৭১ জনকে বিশেষ ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে মোট ৫ হাজার ৫৫৮টি মামলার নিষ্পত্তি হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে ডিএমপি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

ডিএমপির আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংক্ষিপ্ত বিচার আদালতে মামলার কার্যক্রম পরিচালনা করা হয়। সাধারণত গুরুতর নয় এমন অপরাধ এবং লঘু শাস্তিযোগ্য অপরাধগুলো স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে নিষ্পত্তি করা হয়ে থাকে।

ডিএমপির দেয়া তথ্য থেকে জানা যায়, মিরপুর থেকে সর্বোচ্চ ২ হাজার ৭৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১,২৬৭টি মামলা হয়েছে, ১১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৪৫৭ জন সাজা পেয়েছেন। উত্তরা থেকে ১,৮৯৭ জন গ্রেপ্তার হয়েছে। ৮৮৮টি মামলা হয়েছে, ৮ লাখ ১৬ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং ৮১৩ জনকে সাজা দেয়া হয়েছে।

তেজগাঁও থেকে ১,৬৭৫ জনকে গ্রেপ্তার করা হয়। ৭২৫টি মামলা হয়েছে এবং চার লাখ ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গুলশান থেকে ১,৩৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৭৪০টি মামলা হয়েছে, দুই লাখ ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ৯ জনকে সাজা দেয়া হয়েছে।

রমনা থেকে ১,০৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে ৫৩৭টি মামলা হয়েছে, তিন লাখ ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ২৭৬ জন সাজা পেয়েছে। ওয়ারীতে ৯৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৫১৮টি মামলায় ১ লাখ ৫৯ হাজার টাকা জরিমানা এবং ৩২৬ জনকে সাজা দেয়া হয়েছে।

লালবাগ থেকে ৮৭৫ জনকে গ্রেপ্তার করা হয়। ৫০৫টি মামলায় দুই লাখ ৮৯ হাজার টাকা জরিমানা এবং ৪০৭ জনকে সাজা দেয়া হয়েছে। মতিঝিল থেকে ৭৬৮ জন গ্রেপ্তার হয়েছেন। তাদের বিরুদ্ধে ৩৭৮টি মামলা হয়েছে, ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ৩৫৬ জনকে সাজা দেয়া হয়েছে।