ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শুক্রবার (২৯ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে এই প্রতিবাদ জানান তিনি।
পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ‘ভিপি নুরুল হক নুরের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
এদিকে উপদেষ্টা আসিফ নজরুলের দেয়া এই পোস্টে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

কমেন্টে তিনি লিখেছেন, ‘প্রতিবাদের কাজ আপনার? ভণ্ডামি বাদ দেন স্যার। যেই জন্য বসানো হইছে সেটা না করে কী কী করছেন এসবের হিসাব দিতে হবে। কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিছে এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন।’

 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
 
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                