দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাThursday , 28 August 2025
  1. Blog
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কর্পোরেট
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

এস আলমের কর্ণধার মাসুদের বিরুদ্ধে দুদকের মামলা

বার্তা কক্ষ
August 28, 2025 8:29 pm
Link Copied!

বিতর্কিত শিল্পগ্রুপ এস আলমের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম মাসুদের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) চট্টগ্রাম কার্যালয়ে মামলা দুটি রেকর্ড হয়। মামলা দু’টির দায়েরের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রামের উপ-পরিচালক সুবেল আহমেদ।

দুদক জানায়, দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক বাদী সাইফুল আলম মাসুদসহ ৩১ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। যেটিতে আসামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে বিনিয়োগ প্রস্তাব শাখা থেকে প্রধান কার্যালয়ে প্রেরণ ও ঋণ অনুমোদন, একই প্রক্রিয়ায় যথাযথ যাচাইবাছাই ছাড়া ঋণসীমা বাড়ানো এবং ঋণের নামে গৃহীত ১ হাজার ৭৭ কোটি টাকা এস আলম গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তর করার অভিযোগ করা হয়েছে।

এছাড়া দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুল হাসানের দায়ের করা আরেকটি মামলায় সাইফুল আলম মাসুদসহ ৯ জনকে আসামি করা হয়েছে। এটিতে আসামিদের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার আশ্রয় নিয়ে বিপুল পরিমাণ অর্থ মানিলন্ডারিং করে এস আলম গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তরপূর্বক আত্মসাতের অভিযোগ করা হয়।