দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSaturday , 23 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মাদক পাচারের অভিযোগে প্রত্যাহার হলেন শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশ

বার্তা কক্ষ
August 23, 2025 8:57 pm
Link Copied!

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পুলিশের সোর্সদের ফেনসিডিলসহ গ্রেপ্তারের ঘটনায় অভিযুক্ত উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া ওই এসআই গত এপ্রিল মাসে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ‘শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী’ কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হয়েছিলেন। 

শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে তাকে লোহাগাড়া থানা থেকে সরিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চুনতি বাজার এলাকায় পুলিশের তিন সোর্সকে ৪৮ বোতল ফেনসিডিলসহ আটক করে স্থানীয় লোকজন। পরে তাদের সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনার পরিপ্রেক্ষিতে এসআই কামাল হোসেনকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি তদন্ত করছেন। তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসআই কামাল হোসেন চলতি বছরের ২২ এপ্রিল চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে পুরস্কার পেয়েছিলেন। জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর হাত থেকে তিনি ওই সম্মাননা গ্রহণ করেন।