দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাThursday , 21 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

যে ৪ বিষয়ে আল্লাহর আশ্রয় চেয়ে দোয়া করেছেন মহানবী (সা.)

বার্তা কক্ষ
August 21, 2025 9:23 am
Link Copied!

আল্লাহর ইবাদতের মাধ্যমে মানুষ পরকালে মুক্তি লাভের চেষ্টা করে। ইবাদতের পাশাপাশি আল্লাহর রহমতের ওপর প্রত্যাশা, বিনয়ী আচরণ এবং দোয়া করতে হবে।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা ভারসাম্য বজায় রাখ এবং এর উপর সুপ্রতিষ্ঠিত থাক। জেনে রেখ, তোমাদের কেউ নিজ আমল দ্বারা মুক্তি পাবে না। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসুলাল্লাহ! আপনিও না? তিনি বললেন, আমিও না, যদি না আল্লাহ তার রহমত ও অনুগ্রহ দ্বারা আমাকে আচ্ছন্ন করে নেন। (সহিহ মুসলিম, হাদিস : ৭০৬৫)

মহানবী (সা.) আমল করতে বলেছেন, একইসঙ্গে আল্লাহর রহমতের ওপর ভরসা এবং দোয়া করতে বলেছেন। দোয়ার প্রতি এতো বেশি গুরুত্ব দিয়েছেন যে, দোয়াকে ইবাদতের মগজ বলেছেন।

তিনি সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো পর্যন্ত এবং রাতে ঘুম ভেঙে গেলেও দোয়া করতেন তিনি। দোয়ার মাধ্যমে তিনি কখনো আল্লাহর কাছে কল্যাণ কামনা করেছেন এবং কখনো কখনো অকল্যাণ ও মন্দ বিষয় থেকে আশ্রয় চেয়েছেন।

আবদুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (দোয়ায়) বলতেন—

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ وَدُعَاءٍ لاَ يُسْمَعُ وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ وَمِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ أَعُوذُ بِكَ مِنْ هَؤُلاَءِ الأَرْبَعِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন ক্বাল্‌বিন লা ইয়াখশায়ু’ ওয়া দুআয়িন লা ইয়াসমায়ু, ওয়া মিন নাফসিন লা তাশবায়ু, ওয়া মিন ইলমিন লা ইয়াংফায়ু, আউজুবিকা মিন হাউলায়িল আরবায়ি।’

অর্থ : হে আল্লাহ! আমি তোমার কাছে পানাহ চাই এমন হৃদয় থেকে যা বিনীত নয়, এমন দোয়া থেকে যা কবুল হয় না, এমন প্রাণ থেকে যা পরিতৃপ্ত হয় না এমন ইলম থেকে যা উপকার করে না। আমি তোমার কাছে এই চারটি থেকে পানাহ চাই। (আবু দাউদ, হাদিস : ১৩৮৪-১৩৮৫, তিরমিজি, হাদিস : ৩৪৮২)