দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাTuesday , 19 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. ধর্ম
  10. বিনোদন
  11. বিশেষ প্রতিবেদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ডিএমপির বিশেষ অভিযানে ৪১ জন গ্রেপ্তার

বার্তা কক্ষ
August 19, 2025 9:05 am
Link Copied!

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর তেজগাঁও বিভাগের ছয়টি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগ। গত রোববার দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, তদন্তাধীন মামলার আসামি, মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চোর, সন্ত্রাসী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত চিহ্নিত ও অভ্যাসগত অপরাধী।

সোমবার (১৮ আগস্ট) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দিনব্যাপী আদাবর থানা এলাকার বিভিন্ন স্থান থেকে তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শাহাদৎ হোসেন খান (২০),  মো. জুয়েল রানা (২৭) এবং রাসেল মোল্লা (৪৫)।

অন্যদিকে ডিএমপির মোহাম্মদপুর থানা পেশাদার মাদক কারবারিসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন- ইফতান (২৭), ইসমাইল (২৩), শামীম (৩০), মোজাফফর (৫৫), অপূর্ব (১৯), কোরবান (১৯), হৃদয় (২৩), আরমান (২৩), ওয়াসিম (৩১), রিফাত (২৭) ও রায়হান কবির (৩১)

এতে আরও বলা হয়, বিশেষ অভিযানে তেজগাঁও থানা এলাকার বিভিন্ন স্থান হতে চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- আনোয়ার হোসেন (৪০),  রাসেল মিয়া (২৭), মো. ইনতাজ (২১) ও নুপুর ওরফে লিজা (২৩)।

এ ছাড়া তেজগাঁও শিল্পাঞ্চল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. নিয়ামত আলী (৭২), মো. রেজাউল করিম পাটোয়ারী (৪৯) ও রিয়াদ মুন্সী (১২)।

অন্যদিকে হাতিরঝিল থানা এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মো. শুভ (১৯), মো. মোবারক উল্লাহ (২৭),  রনি দাস (২৬), বাবু হাওলাদার ওরফে এম্পল বাবু (৩৮) এবং মো. আওয়াল চৌকিদার অভি (২৯) ।

শেরেবাংলা নগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শফিউর (৪৫), মামুন (৩৩), রমজান (২২), জসিম (২৯), শামীম (২২), মারুফ (২৯), মিজান (২৮), জুয়েল (২৩), রায়হান (২৫), আলামিন (১৯), মুছা (২০), ফারহান (২০), কালু (২৫), শাকিল (২১) ও রাফসানুল (১৯)।