দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাMonday , 4 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাবান্ধা দিয়ে আবারও নেপালে রপ্তানি ২৩১ মেট্রিক টন আলু

বার্তা কক্ষ
August 4, 2025 9:07 am
Link Copied!

বাংলাদেশ থেকে আবারও নেপালের উদ্দেশ্যে আলু রপ্তানি হয়েছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে। রোববার (৩ আগস্ট) এ বন্দর দিয়ে মোট ২৩১ মেট্রিক টন এস্টারিক্স জাতের আলু নেপালে রপ্তানি করেছে পাঁচটি প্রতিষ্ঠান- থিংকস টু সাপ্লাই, মা আইশা কোল্ডস্টোরেজ, জাফরিন এগ্রো, এগ্রোটার্চ বিডি এবং মিয়ামি ট্রেডি।

বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন পরিদর্শক উজ্জল হোসেন জানান, রপ্তানিকৃত আলুগুলো ঠাকুরগাঁও, দিনাজপুর ও বগুড়া জেলার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে নেপালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আলুগুলো বন্দর ইয়ার্ডে প্রবেশের পর নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষায় মান নিশ্চিত হওয়ার পর দুপুরে রপ্তানির ছাড়পত্র দেওয়া হয়। এ চালানে মোট ১১টি বাংলাদেশি ট্রাকে প্রতিটিতে ২১ মেট্রিক টন করে আলু পরিবহন করা হয়, যা নেপালের মোরাং জেলার বিরাটনগরের উদ্দেশে রওনা দেয়।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত বাংলাবান্ধা বন্দর দিয়ে মোট ২২ হাজার ৫০ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে। এর আগে গত ৩১ জুলাইও সমপরিমাণ আলু এই বন্দর দিয়ে নেপালে গেছে।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহীন বলেন, ‘নেপালের বাজারে চাহিদা থাকায় বিভিন্ন জেলা থেকে ভালো মানের আলু সংরক্ষণ করে রপ্তানি করা হচ্ছে। সরকারের সহযোগিতা পেলে এ রপ্তানি আরও বাড়ানো সম্ভব।’