কিছু লোক শিল্প প্রতিষ্ঠান গড়ে টাকা পাচার করেছে। তারা দেশ থেকে পালিয়ে যাওয়ায় অনেক কারখানা বন্ধ রয়েছে। এর জন্য সরকার দায়ী নয় বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেন।
শনিবার (২ আগস্ট) সকালে রাজশাহী নগরীর জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
শ্রম উপদেষ্টা বলেন, ভালো মালিকরা দেশে থেকে শ্রমিকদের দেখভাল করছেন। পর্যাপ্ত ব্যবসাও করছেন। কারখানা ঠিকমতো চলার কারণেই সাত থেকে আট শতাংশ রফতানি বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, শ্রমিক ইউনিয়ন ও ফেডারেশনে কোনও নির্বাচন হয়নি। একজনকে সরিয়ে আরেকজন বসে গেছে এমনটা ঘটেছে। সকল জায়গায় গণতন্ত্রের চর্চা করতে হবে।

                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    