রাজধানীর ফার্মগেট এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে ধাক্কা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) দোতলা একটি বাস।
আজ মঙ্গলবার দুপুরে বিআরটিসি বাসটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের নিচে ঢুকে যায়। সেখানে একটি পিলারের সঙ্গে ধাক্কা খায় বাসটি। এতে একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বাসটির দোতলার সামনের অংশ দুমড়ে মুচড়ে যেতে দেখা গেছে। তখন যাত্রীদের অনেককে দোতলা থেকে লাফ দিয়ে নিচে নামার চেষ্টা করতেও দেখা যায়।
পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (ট্রাফিক) অনীশ কীর্ত্তনীয়া সাংবাদিকদের বলেন, একটি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পে লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    