দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাMonday , 28 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কর্পোরেট
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ধর্ম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

‘জুলাই গণঅভ্যুত্থান বইমেলা’ শুরু বৃহস্পতিবার

বার্তা কক্ষ
July 28, 2025 8:59 pm
Link Copied!

বাংলা একাডেমি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান বইমেলা ২০২৫’। আগামী বৃহস্পতিবার (৩১ জুলাই) থেকে ৫ আগস্ট প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলা একাডেমি চত্বরে চলবে এ মেলা।

৩১ জুলাই বিকেল ৩টায় মেলা উদ্বোধন করবেন শহিদ ফাহিম জাফরের মা কাজী লুলুল মাখ মিন। অতিথি হিসেবে থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি রেজাউল করিম বাদশা।

মেলায় অংশগ্রহণ করছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ৬০টি প্রকাশনা প্রতিষ্ঠান। প্রতিদিনই থাকবে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে স্মৃতিচারণমূলক বক্তৃতা।

২০২৪ সালের জুনে কোটা সংস্কারের দাবি থেকে শুরু হওয়া আন্দোলন কয়েক সপ্তাহের মধ্যে গণঅভ্যুত্থানে রূপ নেয়। ওই বছরের ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত শেখ হাসিনা সরকারের দমনের মুখে নিহত হন প্রায় ১৫শ’র বেশি মানুষ এবং আহত ও গ্রেফতার হন হাজার হাজার মানুষ।

এরপর ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সরকারের পদত্যাগের এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা।