দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ
ঢাকাSaturday , 26 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

গ্রিন সার্টিফিকেট না পেলে শিপ ব্রেকিং ব্যবসা গুটিয়ে নিতে হবে : নৌ উপদেষ্টা

বার্তা কক্ষ
July 26, 2025 10:39 pm
Link Copied!

যারা শিপ ব্রেকিং ইয়ার্ড পরিচালনায় গ্রিন সার্টিফিকেট (সনদ) নিতে পারেননি, তাদের এ ব্যবসা গুটিয়ে নিতে হবে বলে জানিয়েছেন নৌ পরিবহণ ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

নৌ উপদেষ্টা বলেন, হংকং কনভেনশন নীতি অনুসরণ করায় চট্টগ্রামের ১৬টি শিপ ব্রেকিং ইয়ার্ড ইতোমধ্যে গ্রিন শিপইয়ার্ড সনদ পেয়েছে। আরও কয়েকটি পাইপলাইনে আছে। তবে বেশিরভাগ ইয়ার্ড এখনও নীতিমালা অনুসরণ করতে পারেনি। বিষয়টি সহজতর করতে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করেন। পাশাপাশি গ্রিন সনদ নেওয়ার সময় আরও বাড়ানো যায় কিনা, তাও সরকার বিবেচনা করবে বলে তিনি জানান।

এ সময় বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য আরও তিনটি জাহাজ কেনা হচ্ছে উল্লেখ করে এ খাতে আয় বাড়াতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে বলেও নৌ পরিবহণ উপদেষ্টা জানান।