ম্যানচেস্টার টেস্টের তৃতীয় দিনে একাধিক অর্জনকে সঙ্গী করে অসাধারণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন ইংল্যান্ডের জো রুট। ৩৮তম সেঞ্চুরির মাধ্যমে তিনি লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার পাশে নাম লেখালেন এবং টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের তালিকায় তিন কিংবদন্তিকে পেছনে ফেলে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হয়ে উঠলেন।
এই অর্জনে রুটের সামনে এখন কেবল শচীন টেন্ডুলকার। ১৫৭তম টেস্ট খেলতে নেমে রুট ক্যারিয়ারের ৩৮তম সেঞ্চুরিটি হাঁকান, যা তাকে টেস্ট ইতিহাসে সাঙ্গাকারার পাশের জায়গায় বসিয়েছে। সাঙ্গাকারা ২০১৫ সালে টেস্ট থেকে অবসর নেয়ার আগে ১৩৪ টেস্ট খেলে ৩৮ সেঞ্চুরি করে ক্রিকেটের এই সংস্করণের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ছিলেন, রুটও একই সংখ্যক সেঞ্চুরি নিয়ে তার পাশে পৌঁছেছেন।
ম্যানচেস্টার টেস্টের তৃতীয় দিনে, রুট ব্যক্তিগত ৩১ রান করে প্রোটিয়া কিংবদন্তি জ্যাক ক্যালিসকে পেছনে ফেলে দেয়। এরপর ১২০ রান করে তিনি অজি কিংবদন্তি রিকি পন্টিংকেও ছাড়িয়ে যান। এখন পর্যন্ত টেস্ট ইতিহাসে সবার শীর্ষে আছেন শচীন টেন্ডুলকার, যিনি ২০০ টেস্টে ৫৩.৭৮ গড়ে ১৫,৯২১ রান করেছেন। তার রেকর্ডটি ভাঙতে আরও ২৫৪২ রান করতে হবে জো রুটকে।
রুটের সেঞ্চুরির কল্যাণে ইংল্যান্ড ভারতের বিপক্ষে লিড তুলে নিয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৪৬২ রান সংগ্রহ করেছে, ভারতের থেকে ১০৪ রানে এগিয়ে রয়েছে। জ্যাক ক্রাউলি ৮৪, বেন ডাকেট ৯৪ এবং ওলি পোপ ৭১ রান করে আউট হয়েছেন। ভারত প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৩৫৮ রানে থেমেছিল।