রাজবাড়ীতে দুই টাকার হোটেলে ইলিশ-ভাত দিয়ে তৃপ্তি করে খাবার খেতে পারছেন ছিন্নমূল, অসহায়, শ্রমজীবী মানুষ। এমন একটি ব্যতিক্রমী আয়োজন করেছে কয়েকজন যুবক।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে রাজবাড়ী শহরের রেলস্টেশন সংলগ্ন ফুলতলাতে এই আয়োজন করা হয়।
আয়োজকেরা জানান, প্রতি সপ্তাহে দুই দিন পথশিশু ও শ্রমজীবী এবং সাধারণ মানুষের জন্য এমন আয়োজন করা হবে। তারা এটিকে ২ টাকার হোটেল নাম দিয়েছে। কয়েকজন বন্ধুর আয়োজনে প্রায় ৭০ জনের মানুষের মুখে এ খাবার তুলে দেওয়া হয় বলে জানান আয়োজকরা।
ফুলতলাতে গিয়ে দেখা যায়, ডেকোরেটর থেকে আনা টেবিল-চেয়ারে অতিথিরা বসে আছেন। তাদের সামনে ওয়ান-টাইম প্লেট ও গ্লাস। এক তরুণ স্বেচ্ছাসেবক অতিথিদের পাতে গরম ভাত তুলে দিচ্ছেন। আরেকজন পরিবেশন করছেন আলু ও বেগুন দিয়ে রান্না করা ইলিশ মাছের ঝোল। খাওয়ার শেষে পরিবেশন করা হয় ঘন ডাল এবং কোল্ড ড্রিংকস।
কৃষিকাজ করে জাহাঙ্গীর আলম। বাড়ি তার রাজশাহী। কাজ না পাওয়ায় রেলস্টেশনের প্লাটফর্মে বসে ছিল সে। তিনি বলেন, একজন এখান থেকে খেয়ে গিয়ে বলল স্টেশনের পাশে কিছু লোক ভাত, ডাল, মাছ দিয়ে খাবার দিচ্ছে। তার কথা শুনে এখানে এসে পেট ভরে খেলাম। খাবার অনেক সুস্বাদু ছিল। এই খাবার বাইরে থেকে খেলে ১৩০ টাকা থেকে ১৫০ টাকা লাগতো। যারা আয়োজন করেছে তাদের জন্য মন থেকে দোয়া করি।
রিকশাচালক মনির শেখ বলেন, এই পাশে একটা ভাড়া নিয়ে এসলছিলাম। লোক দেখে দাঁড়ালাম। একজন বলল কাকা বসেন, খাবার খান। ইলিশ মাছ, মুসুরের ডাল, সাদা ভাত দিয়ে তৃপ্তি সহকারে খেলাম। দুই টাকার বিনিময়ে খাবারের কথা উল্লেখ থাকলেও খাবার শেষে তারা আমার কাছ থেকে টাকা নেয়নি।
আয়োজক মাহীন শিকদার বলেন, আমরা কয়েকজন বন্ধু ও ভাইয়েরা মিলে চিন্তা করলাম এমন কিছু করা দরকার যা কখনো করা হয় না। সেখান থেকে আমরা উদ্যোগ নেই দিনমজুর, পথ শিশু, সাধারণ মানুষের সঙ্গে আমরা খাওয়া-দাওয়া করব, একটু ভালোবাসা বিনিময় করবে। সেখান থেকে এই আয়োজন। আমরা সপ্তাহে দুই দিন এমন আয়োজন করব।
আয়োজক মনিরুল ইসলাম সাগর বলেন, আমার আম্মু নিজ হাতে রান্না করেছে। আজ আমরা এই মানুষগুলোর জন্য ভাত, ডাল, ইলিশ মাছের আয়োজন করেছি। অনেকে একদম বিনামূল্যে খাবার খেতে চায় না। তাই আমরা দুই টাকায় ভরপেট খাবারের কথা উল্লেখ করেছি। তবে খাবারের পরে কারো থেকে আমরা টাকা নেইনি।

                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    